এবার পরিচালনায় সালমান খান

 এবার পরিচালনায় সালমান খান
প্রযোজনার পর এবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিচ্ছেন সালমান খান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডে জোর গুঞ্জন। প্রযোজনার পর এবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিচ্ছেন সালমান খান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবি নিজেই পরিচালনা করবেন বলিউডের ভাইজান।

কিছুদিন আগেই সালমানের এ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এরপরই সালমান জানান, তিনিই এবার ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র প্রযোজনা করবেন। তবে বলিপাড়ায় জোর গুঞ্জন ছড়িয়েছে, শুধু প্রযোজনা নয়, এ সিনেমার পরিচালকও তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কাভি ঈদ কাভি দিওয়ালি ছবি পরিচালনা করার কথা ছির ফারহাদ সামজির। সিনেমার শুটিং শুরুর আগেই তার সঙ্গে বচসায় জড়িয়েছেন সালমান খান। এ কারণে রাতারাতি সিদ্ধান্ত নিয়েছেন, তিনিই সিনেমাটি পরিচালনা করবেন।

‘বাগি থ্রি’, ‘তড়প’ ও ‘বচ্চন পাণ্ডে’ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণে সালমানের এই ছবি নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না সাজিদ। সেই কারণে ছবি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে গুঞ্জন রটেছে, সালমানের সঙ্গে ঝগড়ার জেরে সাজিদ সিনেমাটির প্রযোজনা করছেন না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom