মিলানকে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে ইন্টার
সেমিফাইনালের প্রথম ধাপে নগর প্রতিদ্বন্দ্বি এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল লাউতারো মার্টিনেজরা।
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনালে ইতালিয়ান একটি ক্লাব উঠতে যাচ্ছে তা সবারই জানা। প্রথম লেগের সেমিফাইনালে ইন্টার মিলান জয় লাভ করে এক ধাপ এগিয়েছিল। সেমিফাইনালের প্রথম ধাপে নগর প্রতিদ্বন্দ্বি এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল লাউতারো মার্টিনেজরা। গতকাল রাতে দ্বিতীয় লেগে সেই আক্ষেপ মোচন করল সিমোন ইনজাগির দল। ফিরতি লেগে ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান।
দুই দলেরই ঘরের মাঠ সান সিরো হওয়ায়। সেমির দুই লেগই এ দুই দল খেলেছে একই মাঠে। সাত বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এসি মিলান শেষ ইউরোপ সেরা হয়েছিলো ২০০৭ সালে। অন্যদিকে ইন্টার মিলান সবশেষ এ শিরোপা জিতেছে হোসে মরিনহোর হাত ধরে।
এবার দুই দলের সামনেই ছিল পুরনো আক্ষেপ কাটিয়ে ফাইনাল উঠার মিশন। প্রথম লেগে পিছিয়ে পড়ে সেই কাজটা কঠিন ছিল এসি মিলানের জন্য। কিন্তু দ্বিতীয় লেগেও পিওলির দল উল্টো নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে হারল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ইন্টার মিলান।
ফিরতি লেগে মিলান সমর্থকেরা আশায় ছিলেন ম্যাচে ফেরার কিন্তু উল্টো দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে রোমেলু লুকাকুর অ্যাসিস্টে দারুণ এক শটে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। সেই গোলেই ১-০ ব্যবধানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে ১৩ বছর পর ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।
আগামী ১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামের সেই ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলান বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছিল। এবার ১৩ বছর পর আবারও শিরোপা জয়ের হাতছানি ইতালির ক্লাবটির।