উত্তেজক পোশাক পরলে তো এসব ঘটবেই: দেবলীনা

ধর্ষণ ইস্যুতে ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে

 উত্তেজক পোশাক পরলে তো এসব ঘটবেই: দেবলীনা
উত্তেজক পোশাক পরলে তো এসব ঘটবেই: দেবলীনা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ধর্ষণ ইস্যুতে ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ষণের কারণ হিসেবে নারীদের দিকে ইঙ্গিত করেছেন। তার সেই মন্তব্য নিয়ে তারকাদের মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

ধর্ষণ বিষয়ে বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। যেখানে তিনি কটাক্ষ করে প্রতিবাদ জানিয়েছেন। নারীদের দোষারোপ করে পরোক্ষভাবে তিনি ধর্ষকদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন।

কাল্কি বলেন, ‘ধর্ষণের কারণ তো নারী নিজেই! এমন কিছু পোশাক তারা পরেন, যা পুরুষদের উত্তেজিত করে। কারণ তাদের চোখ আছে। তারা দেখেন। এবং....। নইলে কী আর এ সব হয়?’

নারীরা কোন কোন পোশাক পরলে পুরুষরা উত্তেজিত হয়, সেটাও বলে দিয়েছেন কাল্কি। ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতাকাটা গাউন এমনকি বোরখা পরা নারীকে দেখলেও নিজেদের সামলাতে পারেন না পুরুষরা।

কাল্কির ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। সঙ্গে লিখেছেন, ‘অবশ্যই আমাদের দোষ আছে। আর আমাদের পোশাকের। পোশাক উত্তেজক হলে এ সব তো ঘটবেই!’

বোঝার বাকি নেই, দেবলীনা কিংবা কাল্কি পরোক্ষভাবে ধর্ষণের প্রতিবাদ করেছেন। ধর্ষণের জন্য যে নারীর পোশাক দায়ী নয়, সেটাই তুলে ধরেছেন তারা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom