'ওবায়দুল কাদের কোথায় কখন খেলবেন জানালে খেলোয়াড় নিয়ে চলে আসব'
শনিবার সকালে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় মহানগর বিএনপি আয়োজিত কোতোয়ালি থানা এলাকার পদযাত্রা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রথম নিউজ, বরিশাল: বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু হলেই বলেন— ‘খেলা হবে’। কবে, কখন, কোথায় খেলবেন জানালে আমরা খেলোয়াড় নিয়ে চলে আসব। শনিবার সকালে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় মহানগর বিএনপি আয়োজিত কোতোয়ালি থানা এলাকার পদযাত্রা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাহজাহান ওমর বলেন, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সৃষ্টি। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সবাইকে এক হয়ে আন্দোলন করার আহবান জানান তিনি। পদযাত্রাটি নগরীর আমতলা মোড় থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে চাঁদমারী এলাকায় শেষ হয়।
এদিকে মহানগর বিএনপির আয়োজনে কাউনিয়া, বন্দর ও এয়ারপোর্ট থানা এলাকায়ও পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় বিএনপি ১৫ জন নেতা পৃথক ৩টি পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন। এ সময় পদযাত্রা কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল ব্যাপক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: