এখনও খোঁজ মেলেনি জাবি শিক্ষার্থী বনি আমিনের 

এখনও খোঁজ মেলেনি জাবি শিক্ষার্থী বনি আমিনের 

প্রথম নিউজ, জাবি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) পরিচয়ে তুলে নিয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বনি আমিনের এখনও খোঁজ মেলেনি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসের পার্শ্ববর্তী গেরুয়া এলাকায় ভাড়া মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

কোথায় আছেন সেই শিক্ষার্থী? এ বিষয়ে র‌্যাব-৪ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো তথ্য নেই।

র‌্যাব-৪ এর সদস্য পরিচয়ে তুলে নিলেও এখন পর্যন্ত বনি আমিনের কোনো সন্ধান দিতে পারেননি র‌্যাব-৪ এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাজেদুল ইসলাম।

তিনি বলেন, এ বিষয়ে অনেকবার ফোন পেয়েছি। আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। যদি র্যাব সদস্য পরিচয়ে তুলে নিয়ে থাকে, তাহলে আমরা পরে জানাতে পারব।

জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমাদের শিক্ষার্থী বনি আমিন কোথায় আছে, আমরা এখনও তার সন্ধান পাইনি। আমাদের কাছেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

‘গতকাল রাত থেকেই আমরা র‌্যাব ও পুলিশের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদের কোনো তথ্য জানাতে পারেননি। আশুলিয়া থানার পুলিশ আমাদের কাছে বনি আমিনের প্রয়োজনীয় তথ্য চেয়েছে। আমরা সেগুলো সরবরাহ করার চেষ্টা করছি’ যোগ করেন তিনি।