ইমরান খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে লাহোরে মামলা
প্রাদেশিক রাজধানী লাহোরে ১৪৪ ধারা জারির পর পুলিশের বিরুদ্ধে হামলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ফাউল’ ভাষা ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সিনিয়র নেতাকর্মীদের নামে।
প্রথম নিউজ, ডেস্ক : প্রাদেশিক রাজধানী লাহোরে ১৪৪ ধারা জারির পর পুলিশের বিরুদ্ধে হামলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ফাউল’ ভাষা ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সিনিয়র নেতাকর্মীদের নামে। এফআইআর অনুযায়ী, রাইওয়ান্দ পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পক্ষে এই মামলা করা হয়। বলা হয়েছে, ১৪৪ ধারা জারির পর ওই শহরে কমপক্ষে ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী সহিংসতা ঘটিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধি এবং সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারার অধীনে মামলা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার দলীয় নেতা হাসান নিয়াজি, হাম্মাদ আজহার, মেমুদুল রাশিদ, ফারুক হাবিব, ফাওয়াদ চৌধুরী এবং ইজাজ চৌধুরীর নির্দেশে পিটিআই নেতাকর্মীরা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করেছেন। এতে আরও বলা হয়, দাঙ্গা সহিংস হয়ে উঠলে ইটপাটকেল ছোড়া হয়েছে। লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে। এ সময় আহত হয়েছেন ১৩ পুলিশ সদস্য। অন্যদিকে পিটিআইয়ের আহত হয়েছেন ৬ জন।
ওদিকে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে লাহোরে মামলা হওয়ার পর তিনি পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মোহসিন নাকভির সমালোচনা করেছেন। ফাওয়াদ বলেছেন, তিনি দু’দিন ধরে ইসলামাবাদে অবস্থান করছিলেন। সেখান থেকেই একটি পিটিশন দাখিলের জন্য ব্যস্ত ছিলেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: