৭ কর্ম দিবসের মধ্যে টিএনজেড শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৫ সিদ্ধান্ত

প্রথম নিউজ, অনলাইন: বকেয়া বেতনের দাবিতে টিএনজেড পোশাক কারখানার শ্রমিকদের কাকরাইল এলাকা অবরোধ করার পর জরুরি বৈঠকে এ বিষয়ে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয়। যার মধ্যে ৭ কর্ম দিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করার আশ্বাসও রয়েছে। মঙ্গলবার রাতে এ বিষয়ে জরুরি বৈঠকে শেষে সিদ্ধান্তগুলো জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। টিএনজেড ফ্যাক্টরির শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-
১। টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালীস্থ ডিওএইচএস এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে।
২। শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতৃবৃন্দ প্রত্যাহার করবেন।
৩। টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতোমধ্যে তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারীর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
৪। টিএনজেড এর পরিচালক বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
৫। টিএনজেড এর ডাইরেক্টর ফিনান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবে।
উল্লেখ্য, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় টিএনজেড গ্রুপের অন্তত ১৪টি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৩৩ হাজার শ্রমিক। তাদের তিন মাসের বেতন মোট ৫৪ কোটি টাকা পাওনা রয়েছে প্রতিষ্ঠানটির কাছে। ওই পাওনার দাবিতে মঙ্গলবার শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা কর্মকর্তাদের ভেতরে প্রবেশে বাধা দেন। দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা শ্রম ভবন থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে মিছিল শুরু করেন। কাকরাইল মসজিদের কাছে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। শ্রমিকরা সেখানেই রাস্তায় বসে পড়েন এবং বকেয়া দাবিতে স্লোগান দিতে থাকেন।