ভাতার দাবিতে কর্মবিরতিতে নিটোর ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা

ভাতার দাবিতে কর্মবিরতিতে নিটোর ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা

প্রথম নিউজ, অনলাইন: ভাতা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা। সোমবার শুরু হওয়া কর্মসূচি মঙ্গলবারও নিটোরের পরিচালকের কার্যালয়ের সামনে পালিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও বিষয়টির সমাধান হয়নি। নানা অজুহাতে সময়ক্ষেপণ এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

ফিজিওথেরাপিস্ট স্টুডেন্টস ইউনিয়নের (বাপসু) সেক্রেটারি আব্দুর রহমান বলেন, মঙ্গলবার বেলা ১১টায় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা হয়নি। আগের দিন সোমবার আমরা শান্তিপূর্ণভাবে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করা হলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অগ্রগতি হয়নি।’

আরেকজন আন্দোলনকারী ক্ষোভের সঙ্গে বলেন, ‘সবাই শুধু বলছে দাবি যৌক্তিক, অধিকার ঠিক আছে। কিন্তু কার্যত কেউই আমাদের পাশে দাঁড়াচ্ছে না।’