গাইবান্ধায় হানিফ পরিবহনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

প্রথম নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রীসহ চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, দুখু মিয়া (৬৫), সোহাগ (২২) ও আশরাফ (৬০) ঘটনাস্থলে নিহত হন। পরে গুরুতর আহত অটোরিকশার যাত্রী রিপন (৩২), সুজন (৪০), খোকন (৩৮), সিদ্দিক (৪০), মাজেদুলকে (৩৮) উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রিপন, সুজন ও খোকনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের সিদ্দিক ও মাজেদুলের অবস্থাও আশঙ্কাজনক।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: