কাল সংসদে উঠছে নির্বাচন কমিশন গঠন আইন
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন রবিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে উঠতে যাচ্ছে। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ সংসদে উত্থাপন করবেন। বিলটি সংসদে তোলার জন্য ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন হওয়ার পর থেকেই আইন মন্ত্রণালয় এই আইনটি সংসদে উত্থাপনের জন্য কার্যক্রম অব্যাহত রেখেছে।
সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হয়েছে। আইনমন্ত্রী বিলটি তুললে তা আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে।
এর আগে, গত সোমবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন গঠন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। সেদিন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। সেটা রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: