রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৬ জন গ্রেফতার

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৬ জন গ্রেফতার

প্রথম নিউজ, অনলােইন: রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন-নারায়ণগঞ্জ জেলা যুবলীগ সদস্য জাকির  হোসেন ব্যাপারী, বরগুনা জেলার সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য নাজমুল হাসান সোহাগ, বরগুনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ কর্মী শফিকুল ইসলাম শফিক, সুবাড্ডা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন, বংশাল থানা ছাত্রলীগ সদস্য মো. ফাইসাল হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগর সদস্য মো. আবু হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগ সমর্থক আর রহমান, কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান, পল্টন থানা আওয়ামী লীগ কর্মী করিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ ঢালী, পল্টন থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সবুজবাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, ৬২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহকারী সেক্রেটারি রাসেল ওরফে পাংকু রাসেল ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংগঠক, ধানমন্ডি ৩২ হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার যুবলীগ নেতা পিন্টু মিত্র। ডিসি তালেবুর রহমান জানান, রোববার বিকালে গুলিস্তান থেকে ১-১১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। একইদিন মিরপুর থেকে আ. লতিফ ঢালীকে গ্রেফতার করা হয়। রোববার সন্ধ্যায় মতিঝিল থেকে সুব্রত পাল, রাতে মিরপুর থেকে মেহেদী হাসান ও যাত্রাবাড়ী থেকে রাসেল ওরফে পাংকু রাসেলকে গ্রেফতার করা হয়। এছাড়াও রোববার রাতে মুগদা থেকে পিন্টু মিত্রকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।