উজানে বাঁধ দিয়ে নদীর পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে ,সৈয়দা রিজওয়ানা হাসান

প্রথম নিউজ, অনলাইন: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘উজানে বাঁধ দিয়ে নদীর পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সেজন্য আমাদের ভূখণ্ডে যে নদীগুলো রয়েছে সেগুলোর যেন আমরা বাড়তি ক্ষতি না করি।’
সোমবার (১৯ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া স্লুইসগেট এলাকায় বড়াল নদী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বড়াল নদীতে যখন স্লুইসগেট নির্মাণ করা হয়েছিল তখন এটার হয়তো প্রয়োজন ছিল, জনদাবি ও ছিল। এখন কিন্তু সেগুলোর আর প্রয়োজন নেই। এখনকার বাস্তবতা হচ্ছে নদীতে নাব্যতা নেই যার কারণে শুষ্ক মৌসুমে পানি থাকে না।’
তিনি বলেন, ‘নদীর তলদেশ ভরাট হয়ে কোথাও উঁচু কোথাও নিচু রয়ে গেছে। এগুলো আমাদের খনন করতে হবে। চারঘাট স্লুইস গেট এলাকায় তেমন খনন করা লাগবে না। পানি উন্নয়ন বোর্ডকে যেটা বলা হয়েছে উপকার ভোগী সবার সঙ্গে মতবিনিময় করে সমন্বিত-ভাবে একটি কার্যকর উদ্যোগ নিতে।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহম্মদ মোবাশেরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।