সামরিক বিমানের কাছাকাছি যুদ্ধবিমান পাঠানোয় চীনকে কড়া বার্তা জাপানের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: নিজেদের গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছাকাছি না আসতে চীনকে অনুরোধ করেছে জানান। গত সপ্তাহে চীনের যুদ্ধবিমান দুইবার জাপানের আত্নরক্ষা বাহিনীর বিমানের কাছাকাছি চলে আসায় কড়া বার্তা দিয়েছে দেশটি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহের শুরুতে একটি চীনা সামরিক বিমান দুইবার জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর একটি বিমানের অস্বাভাবিক কাছাকাছি দূরত্ব দিয়ে উড়েছে। তারা জানিয়েছে যে দুটি ঘটনাই পূর্ব চীন সাগরের গভীর সমুদ্রের উপর ঘটেছে। খবর এপির।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে বুধবার সকালে, যখন একটি চীনা জেএইচ-৭ যুদ্ধবিমান বারবার জাপানি ওয়াইএস-১১ গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছে চলে আসে। এই অবস্থা প্রায় ১৫ মিনিট ধরে চলে।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এক পর্যায়ে চীনা বিমানটি অনুভূমিকভাবে জাপানি বিমানের কাছাকাছি প্রায় ৩০ মিটারের মধ্যে চলে আসে। তারা জানিয়েছে, জাপানি বিমানটি সেই সময় নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল।
মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, কাছাকাছি চলে আসার দ্বিতীয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, যখন একটি চীনা জেএইচ-৭ বিমান প্রায় ১০ মিনিট ধরে জাপানের একটি ওয়াইএস-১১ বিমানের কাছ দিয়ে বারবার উড়ে যায়। এক পর্যায়ে, এটির অনুভূমিক দূরত্ব প্রায় ৬০ মিটারে নেমে আসে।
মন্ত্রণালয় বলছে, জাপান চীনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ধরনের কার্যকলাপের পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছে।
এদিকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাপান তাদের প্রতিরক্ষা জোরদার করার সাম্প্রতিকতম পদক্ষেপ হিসেবে বুধবার দক্ষিণ-পশ্চিম জাপানের একটি নতুন স্থায়ী ঘাঁটিতে তাদের ভি-২২ অসপ্রে ( V-22 Osprey) যুদ্ধবিমানের বহর মোতায়েন শুরু করেছে।
জাপানের গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্স জানিয়েছে, ১৭টি অসপ্রের বহরের প্রথমটি বুধবার ক্যাম্প সাগা-তে তাদের নতুন হোম বেসে পৌঁছেছে, বাকিগুলো আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আসবে।
এই পদক্ষেপ জাপানের দ্রুত সামরিক প্রস্তুতির অংশ, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, যা ওই এলাকায় চীনের ক্রমবর্ধমান আগ্রাসী সমুদ্র কার্যকলাপের প্রতিরোধ হিসেবে কাজ করবে।