যুক্তরাষ্ট্রে খুন ও শিশু নির্যাতনের অভিযোগে ৫ অভিবাসী গ্রেফতার

প্রথম নিউজ, অনলাইন: যুক্তরাষ্ট্রে খুন ও শিশু যৌন নির্যাতনসহ নানা অপরাধে দণ্ডপ্রাপ্ত পাঁচ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিষয়টি জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, ‘এগুলো কোনো তুচ্ছ অপরাধ নয়। এরা হলো অপরাধী, নির্যাতনকারী ও হত্যাকারী, যাদের আমাদের দেশে কখনোই থাকার কথা ছিল না।’
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও সচিব ক্রিস্টি নোমের নেতৃত্বে ডিএইচএসের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও আমেরিকান পরিবারগুলোর সুরক্ষার প্রতিশ্রুতি পূরণ করছে। আপনি যদি অবৈধভাবে এ দেশে এসে অন্যদের ক্ষতি করে থাকেন তবে আপনার সময় শেষের পথে।
গ্রেফতারকৃতরা হলেন, এল সালভাদরের নাগরিক জুলিও সেলায়া-সোটো ও মিগুয়েল অ্যাঞ্জেল সালমেরন-গ্রানাদোস, কিউবার নাগরিক লাজারো ভ্লাদিমির মার্টিনেজ-আর্গুন্ডি এবং মেক্সিকোর নাগরিক হোসে অ্যাঞ্জেল গার্সিয়া-এসপিনো।