৬৩ বছরে এমন অভিজ্ঞতা হয়নি চেলসির

৬৩ বছরে এমন অভিজ্ঞতা হয়নি চেলসির
৬৩ বছরে এমন অভিজ্ঞতা হয়নি চেলসির

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না চেলসির। ইংলিশ প্রিমিয়ার লীগে ধুঁকতে থাকা ব্লু’রা রয়েছে পয়েন্ট টেবিলের দশ নম্বরে। দুঃসময়ে চেলসিকে ৬৩ বছরের পুরনো বাজে স্মৃতি মনে করালো ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার রাতে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ গোলের জয় পায় ম্যান সিটি। ৬৩তম মিনিটে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি করেন সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচে চেলসিকে হারালো ম্যান সিটি। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টানা ব্যর্থতায় কোনো ম্যাচেই জালের দেখা পায়নি চেলসি। ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বল্টনের বিপক্ষে টানা চার ম্যাচে কোনো গোল না করে হেরেছিল চেলসি।

প্রিমিয়ার লীগে নিজেদের সবশেষ ৮ ম্যাচে মাত্র একটি জিতেছে চেলসি। ম্যান সিটির বিপক্ষে ৭ ম্যাচে মাত্র একটি জিতেছেন চেলসির নতুন কোচ গ্রাহাম পটার। তার কোচিং ক্যারিয়ারে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ হারের রেকর্ড এটি। 

এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের জয়ে পয়েন্টের ব্যবধান খানিকটা কমিয়ে আনলো ম্যানচেস্টার সিটি। ১৭ ম্যাচে ১২ জয় ও ২ হারে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে পেপ গার্দিওলার দল। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৪। দশ নম্বরে থাকা চেলসি ১৭ ম্যাচ খেলে ৭ জয় এবং ৬ হার দেখেছে। দলটির পয়েন্ট ২৫।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom