সাত পরাজয়ের পর প্রথম জয়ের খোঁজে নামছে মুম্বাই

আইপিএলের এবারের আসরে যেনো জিততেই ভুলে গেছে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

 সাত পরাজয়ের পর প্রথম জয়ের খোঁজে নামছে মুম্বাই
সাত পরাজয়ের পর প্রথম জয়ের খোঁজে নামছে মুম্বাই-প্রথম নিউজ

আইপিএলের এবারের আসরে যেনো জিততেই ভুলে গেছে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তাই তো তাদের বিপক্ষে শেষ চার বলে ১৬ রান নিয়েও ম্যাচ জিতে যায় চেন্নাই সুপার কিংস।

হারতে হারতে চলতি আসরে টানা সাতটি ম্যাচ হেরেছে রোহিত শর্মার দল। আইপিএল ইতিহাসে এর আগে আর কোনো দল কোনো আসরে প্রথম সাত ম্যাচে হারেনি। এমনকি এর আগে ১০ বার টানা সাত ম্যাচ পরাজয়ের নজির থাকলেও, সেগুলো কোনো চ্যাম্পিয়ন দল নয়।

এমতাবস্থায় মুম্বাইয়ের প্লে-অফ খেলার সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে। তবু ঘুরে দাঁড়ানোর মিশনে আজ লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে তারা। তাদের নিজেদের ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

চলতি আসরে এরই মধ্যে এক দফা মুখোমুখি হয়েছে মুম্বাই-লখনৌ। সেদিন অধিনায়ক লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লখনৌ। জবাবে সবার সম্মিলিত প্রচেষ্টার পরেও ১৮১ রানের বেশি করতে পারেনি মুম্বাই।

তাই আজ প্রথম জয়ের খোঁজের পাশাপাশি প্রতিশোধেরও মিশন মুম্বাইয়ের সামনে। এই ম্যাচে তারা একাদশে আনতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। বিশেষ করে ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ডের অফফর্মের কারণে বাদ দেওয়া হতে পারে তাকে, ফিরতে পারেন টিম ডেভিড।

মুম্বাই প্রথম সাত ম্যাচে কোনো জয় না পেলেও, লখনৌয়ের শুরুটা মন্দ হয়নি। এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে চারটিতে জিতেছে তারা। আজ মুম্বাইকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের চারে উঠে আসবে লোকেশ রাহুলের দল।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ডেওয়াল্ড ব্রেভিস, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড/টিম ডেভিড, হৃতিক শোকেন/মায়াঙ্ক মারকান্দে, জয়দেব উনাদকাত, ড্যানিয়েল স্যামস, রিলে মেরেডিথ ও জাসপ্রিত বুমরাহ।

লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, দীপক হুদা/কৃষ্ণাপ্পা গোথাম, ক্রুনাল পান্ডিয়া, আয়ুশ বাদোনি, মার্কাস স্টয়নিস, জেসন হোল্ডার, দুশমন্থ চামিরা, আভেশ খান ও রবি বিষ্ণুই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom