সৌদির প্রথম নারী রেফারি হিসেবে ফিফার অনুমোদন পেলেন আসমারি

দেশটিতে প্রমীলা ফুটবলারদের খেলার অনুমোদন ছিল না বছর খানেক আগেও

সৌদির প্রথম নারী রেফারি হিসেবে ফিফার অনুমোদন পেলেন আসমারি
সৌদির প্রথম নারী রেফারি হিসেবে ফিফার অনুমোদন পেলেন আসমারি

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : মুসলিম অধ্যুষিত সৌদি আরব নারীদের নিয়ে বেশ রক্ষণশীল। দেশটিতে প্রমীলা ফুটবলারদের খেলার অনুমোদন ছিল না বছর খানেক আগেও। গত বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় অ্যারাবিয়ান মেয়েদের। এক বছরেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক নারী রেফারিও পেলো মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরবের প্রথম নারী হিসেবে ফিফার অনুমোদিত রেফারি হলেন আনুদ আল-আসমারি।

২০১৮ সালে রেফারিং শুরু করেন ৩৪ বছর বয়সী আসমারি। সৌদির নারী ফুটবল লীগে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। সৌদি গ্যাজেট রিপোর্টের প্রতিবেদনে বলা হয়, ‘সৌদির প্রথম নারী হিসেবে ফিফা কর্তৃক আন্তর্জাতিক রেফারির ব্যাজ পেলেন আনুদ আল-আসমারি। সম্প্রতি সৌদি আরবের ৮ জনকে ফিফা আন্তর্জাতিক রেফারির অনুমোদয় দেয়। তাতে একমাত্র নারী আসমারি।’

নারীদের ম্যাচ পরিচালনা করলেও পুরুষদের ম্যাচে দায়িত্ব পালন করেননি আনুদ আল-আসমারি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ছেলেদের ম্যাচ পরিচালনা নিয়ে তার কী ভাবনা? উত্তরে আসমারি জানান, সৌদি আরবের ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছেলেদের ম্যাচ পরিচালনার অনুমতি না দেয়া পর্যন্ত বিষয়টি নিয়ে ভাবতে চান না তিনি। সংবাদ সংস্থা এএফপিকে আসমারি বলেন, ‘সৌদি আরবের খেলাধুলার ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাজ পেয়ে আমি আনন্দিত।’

এএফপি জানিয়েছে, সৌদি আরব ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হতে চায়। রক্ষণশীল এই দেশটি সেজন্য ফুটবলে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক রেফারির তকমা পেলেন আনুদ আল-আনসারি। বিশ্বকাপের হোস্ট হওয়া বাদেও ২০২৬ সালে নারীদের এশিয়ান কাপ আয়োজক হতে চায় সৌদি। পরের বছর পুরুষ এশিয়ান কাপও আয়োজন করতে চায় দেশটি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom