৩২০ রানের টার্গেটে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে পাহাড়সম রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড।

৩২০ রানের টার্গেটে বাংলাদেশ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে পাহাড়সম রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। চেমসফোর্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩২০ রান তোলে আইরিশরা। আয়ারল্যান্ডের ইনিংসে উজ্জ্বলতম ব্যাটিং করেন হ্যারি টেক্টর। ১১৩ বলে ৭ চার ও ১০ চক্কায় ১৪০ রান করেন তিনি। সাতে নেমে ঝড়ো ব্যাটিং করেন জর্জ ডকরেল। ৪৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৮ বলে ২ ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার। এছাড়া অধিনায়ক বালবার্নি ৫৭ বলে ৪২ রান করেন। বাংলাদেশের হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ইবাদত হোসেন  এবং তাইজুল ইসলাম।