টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল পাকিস্তান

টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল পাকিস্তান

প্রথম নিউজ, খেলা ডেস্ক: শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচটি। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। প্রথম ম্যাচের শুরুতেই চোটে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ফখর জামানের। তার জায়গায় একাদশে ঢুকেছেন ইমাম উল হক। দুবাইয়ের বর্তমান তাপমাত্রা এখন ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে ধারাভাষ্যকারদে মতে, সেখানে গরমটা আরেকটু বেশিই অনুভূত হচ্ছে। ঝলমলে রোদ দেখা যাচ্ছে মাঠে। পিচ রিপোর্টার সুনীল গাভাস্কার ও ইয়ান বিশপের মতে, এ মাঠে ২৭০ রান হলেই লড়াই করার মতো পুঁজি পাওয়া যাবে।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), তৈয়ব তাহির, সালমান আগা, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর পাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।