আইপিএল ছেড়ে বাংলাদেশে আসছেন লঙ্কান পেসার  

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার দুপুরে বাংলাদেশে চলে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

 আইপিএল ছেড়ে বাংলাদেশে আসছেন লঙ্কান পেসার   
আইপিএল ছেড়ে বাংলাদেশে আসছেন লঙ্কান পেসার -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার দুপুরে বাংলাদেশে চলে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে রোববার একসঙ্গে আসেননি দলের সবাই। দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে ও পেস বোলার চামিকা করুনারত্নে বাংলাদেশে আসবেন আজ।

আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন ২৫ বছর বয়সী চামিকা। চলতি আসরের মেগা নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে চামিকাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এ ডানহাতি পেসার।

এবার জাতীয় দলের ডাকে বাংলাদেশে চলে আসতে হচ্ছে চামিকাকে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দলে আছেন তিনি। তাই এ সিরিজে অংশ নিতে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন চামিকা।

অন্যদিকে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ব্যস্ত ছিলেন ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে। এসেক্সের বিপক্ষে তাদের ম্যাচ শেষ হয়েছে রোববার। কাউন্টির পাঠ শেষ করে তড়িঘড়ি আজ বিকেলেই বাংলাদেশে চলে আসছেন দিমুথ।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৫ মে। পরে ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে।

বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা টেস্ট দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষ্মণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom