মাইলস্টোন বিমান দুর্ঘটনা: বার্নে ভর্তি ৪৫, চিকিৎসায় পাশে সিঙ্গাপুর-ভারত

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: বার্নে ভর্তি ৪৫, চিকিৎসায় পাশে সিঙ্গাপুর-ভারত

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন আহত ও দগ্ধ রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক (ক্রিটিকাল), ১৩ জন রয়েছেন সিভিআর ক্যাটাগরিতে এবং ২৪ জন আছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে আহতদের নতুন করে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতি ১২ ঘণ্টা পরপর সিনিয়র চিকিৎসকদের নিয়ে বৈঠক হবে, যাতে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা যায়।

তিনি আরও জানান, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে সরাসরি চিকিৎসায় অংশ নেবেন। ‘তারা আমাদের চিকিৎসা পদ্ধতির সঙ্গে একমত, তবে কিছু ক্ষেত্রে পরামর্শ দেবেন। তাদের অবস্থানের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি।’

এদিকে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বুধবার রাতের দিকে উত্তরা রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে রাফি (১২) নামে এক শতাংশ দগ্ধ এক শিশুকে বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করা হলে রাতেই তাকে ভর্তি করা হয়। এই শিশুসহ এখন পর্যন্ত ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৪৫ জন। দগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে ইতোমধ্যে আন্তর্জাতিক সহায়তা এসে পৌঁছেছে। 

জানা গেছে, বুধবার (২৩ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তারা হলেন—ডা. বিজয়া রাও, পুন লাই কুয়ান ওমি এবং লিম ইউ হান জোভান। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

শুধু সিঙ্গাপুর নয়, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারতও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে নিশ্চিত করেন, ভারতের তিন সদস্যের একটি মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। 

দলটিতে রয়েছেন—দুজন বার্ন ও ট্রমা চিকিৎসা বিশেষজ্ঞ এবং একজন প্রশিক্ষিত নার্স। তারা দিল্লির দুটি শীর্ষ সরকারি হাসপাতাল—রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের প্রতিনিধিত্ব করছেন।

এই ভারতীয় মেডিকেল দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে রোগীদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করেছেন এবং বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সমন্বিতভাবে কাজ করছেন।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশীসুলভ মানবিক সহায়তার প্রতিফলন হিসেবেই এই সহযোগিতা করা হয়েছে।