সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠনের দায়িত্ব পাবে: তারেক রহমান

প্রথম নিউজ, খুলনা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের অধিকাংশ মানুষ মনে করে দেশে যদি সঠিক ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি সরকার গঠন করার দায়িত্ব পাবে। কিন্তু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না, সেই জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে তৈরি হতে হবে। আমাদের কথা-বার্তা, কাজ-কর্মে সেই প্রতিফলন থাকতে হবে। দেশের মানুষ আমাদের কাছে সেই প্রত্যাশা করে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সার্কিট হাউজ ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুট করে, দেশকে ধ্বংস করে তারপর পালিয়েছে। ধ্বংস করেছে গণতন্ত্র আর মানুষকে বঞ্চিত করেছে তার ভোটাধিকার থেকে। তাই যেকোনও মূল্যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যেকোনওভাবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার করতে গিয়ে আমাদের হজারও নেতাকর্মী গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। মিথ্যা মামলা, গায়েবি মামলার কারণে এখনো তাদের কোর্টে হাজিরা দিতে হচ্ছে।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে; কিন্তু তর্ক-বিতর্ক করতে গিয়ে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক-যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এদিকে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকেই স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে খুলনা মহানগরীর সার্কিট হাউজ ময়দান। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ের আগেই নগরীর ৫ থানা, ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের নেতাকর্মীরা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন।
এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত সম্মেলন চলাকালীন বেলা সাড়ে ১২টার দিকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১টা ২৮ মিনিটে তিনি বক্তৃতা শুরু করে দীর্ঘ ২২ মিনিটের বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনাসহ নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কৃষিবিদ শামীমুল ইসলাম, জয়ন্ত কুণ্ডু, সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু প্রমুখ।