অভিনেত্রী-শিল্পীদের অনুষ্ঠানে বাধা, যা বললেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী-শিল্পীদের অনুষ্ঠানে বাধা, যা বললেন নুসরাত ফারিয়া

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বিভিন্ন জায়গায় শো-রুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়ছেন অভিনেত্রীরা। আবার কোনো কোনো জায়গায় কনসার্টেও ‘মব’ সৃষ্টি করে সবকিছু ভেঙ্গে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এবার এসব বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে এ রকমটা হওয়া ঠিক না। কারণ আমাদের দেশের সংস্কৃতি আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে। এই পুরো জিনিসটাকে যারা দেখছেন তারা যদি একটু ঠিকঠাকভাবে জিনিসটাকে মেইনটেইন করেন, আমার মনে হয় খুব শিগগিরই এটাও কমে আসবে। কারণ এই জিনিসটা বন্ধ হয়ে গেলে আর্টিস্টরা কী করে খাবে!’

যোগ করে তিনি বলেন, ‘সিনেমা বাদেও আমাদের অনেক কাজ আছে। আমরা চাই দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে; এমন জায়গায় যেতে, যেখানে দর্শক-ফ্যানরা আমাদের কাছে আসতে পারে। সেখানে যদি আমাদের বাধা দেওয়া হয়, আর্টিস্টদের বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে যাবে।’ এবার ফুয়াদের সুরে নুসরাত ফারিয়ার গানএবার ফুয়াদের সুরে নুসরাত ফারিয়ার গান

জনপ্রিয় তারকাদের অনেকে বিভিন্ন সময় শো-রুম উদ্বোধনে আমন্ত্রিত হয়ে থাকেন। আর কনসার্ট তো সংগীতশিল্পীদের প্রাণের খোরাক। একদিকে তা যেমন আয়ের উৎস, তেমনি শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগেরও মাধ্যম। এ বিষয়গুলো মনে করিয়ে দিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শুধু পর্দায় কাজ করে সার্ভাইব করা আর্টিস্টদের জন্য খুবই কষ্টকর। এ ধরনের অনুষ্ঠান বা ওপেন এয়ার কনসার্ট কিন্তু আর্টিস্টদের জন্য একটা আর্নিং সোর্স। সেটা ভুলে গেলে চলবে না, সেটার কথা মাথায় রেখেই আমাদের পদক্ষেপ নিতে হবে। অভিনেত্রীদের আমাদের সোসাইটিতে অনেক কিছু কন্ট্রিবিউট করার মতো আছে।’