আইপিএল দেখেই কোটিপতি বিহারের নরসুন্দর
বিহারের মধুবানী জেলার নরসুন্দর অশোক কুমার
প্রথম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের প্রতিটি আসরেই হাজার হাজার কোটি টাকার অবৈধ জুয়ার খবর পাওয়া যায়। সম্প্রতি আইপিএলের জুয়ার আসর থেকে ২৩ জনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে আইপিএল থেকে বৈধভাবেও আয় করতে পারেন দর্শকরা।
যার বড় উদাহরণ হয়ে গেলেন বিহারের মধুবানী জেলার নরসুন্দর অশোক কুমার। নিয়মিত আইপিএল দেখার সুবাদে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে গত ২৬ সেপ্টেম্বর ফ্যান্টাসি লিগ খেলে ১ কোটি রুপি জিতেছেন তিনি। তাও কি না মাত্র ৫০ রুপি দিয়ে দল বানানোর মাধ্যমে। আইপিএলের স্পন্সর কোম্পানি ড্রিম-১১ এর মাধ্যমে এটি জিতেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এক কোটি রুপি জেতার কথা জানিয়েছেন অশোক কুমার নিজেই। এরই মধ্যে তার সঙ্গে ড্রিম-১১ এর কর্মকর্তারা যোগাযোগ করেছেন। তবে এক কোটি রুপির পুরোটা পাবেন না অশোক। বিভিন্ন ট্যাক্স কাটার পর ৭০ লাখ রুপি জমা হবে তার ব্যাংক অ্যাকাউন্টে।
চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচের একাদশ বাছাইয়ের ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন অশোক। তার সাজানো একাদশ পুরোপুরি মিলে যায় মূল ম্যাচের সঙ্গে। পরে বাছাইকৃত খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে সবার ওপরে উঠে যান তিনি।
বিহারের এই নরসুন্দর বলেছেন, ‘ম্যাচ শেষে আমিই প্রথম হই এবং এক কোটি রুপি জিতি। কিছুক্ষণ পরই কর্তাব্যক্তিরা আমাকে ফোন করে। আমাকে বলা হয়েছে দুইদিনের মধ্যে আমার অ্যাকাউন্টে ৭০ লাখ রুপি জমা হবে। ট্যাক্স কাটার পর এই অর্থ দেয়া হবে আমাকে। আমি সেদিন রাতে আর ঘুমাতে পারিনি।’
অশোক আরও যোগ করেন, ‘আমি ৫০ রুপি এন্ট্রি ফি দিয়ে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচের দল বানিয়েছিলাম। আমি কখনও ভাবিনি এতটা সৌভাগ্যবান হবো। ম্যাচ শেষে আমার বাছাইকৃত দল দুর্দান্ত পারফর্ম করে। তারাই আমাকে এটি জিততে সাহায্য করেছে।’
তবে বিশাল অঙ্কের জ্যাকপট জিতলেও চুল কাটার কাজ ছাড়বেন না অশোক, ‘আমি নরসুন্দর হিসেবে নিজের কাজকে ভালোবাসি এবং এটা ছাড়বো না। জেতা অর্থ দিয়ে আমি প্রথমে আমার সব ঋণ পরিশোধ করবো এবং পরিবারের জন্য একটি বাড়ি বানাবো।’