হয়েছে, এবার বাড়িতে আসো : মেসিকে রোকুজ্জো
ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই ফুটবলারদের
প্রথম নিউজ, ডেস্ক : ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই ফুটবলারদের। আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের ব্যস্ত সূচি। প্রায় প্রতিটি দলই নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় ফিনালিসিমা জয়ের পর রোববার রাতে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে ৫-০ গোলের একপেশে জয় পেয়েছে কোপা চ্যাম্পিয়নরা। এ ম্যাচের পরেই মেসিকে উদ্দেশ্য করে একটি পোস্ট শেয়ার করেছেন আন্তোলেনা।
ফাইনালিসিমায় ইতালির বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। সেদিন গোল না পেলেও জোড়া অ্যাসিস্টে মেসিই জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। রোববার এস্তোনিয়ার বিপক্ষে একাই করেছেন ৫ গোল। এতে তার দল যেমন বড় ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে, তেমনি বেশ কয়েকটি কীর্তি গড়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুঘর।
এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে মেসি লিখেছেন, ‘আমরা এর চেয়ে ভালোভাবে মৌসুমটা শেষ করতে পারতাম না। আমরা ফিনালিসিমা জিতেছি এবং আজ আমরা বিশ্বকাপের প্রস্তুতির আরও কিছু মিনিট যোগ করেছি। যারা মাঠে এসেছেন এবং যারা দূর থেকে আমাদের অনুসরণ করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা কয়েক দিনের জন্য বিশ্রাম করতে যাচ্ছি এবং আমরা খুব শীঘ্রই ফিরে আসব! সবাইকে আলিঙ্গন।’
এস্তোনিয়ার বিপক্ষে নামার আগে তিন সন্তান ও স্ত্রী রোকুজ্জোর সঙ্গে একটি ছবি শেয়ার করে মেসি লেখেন, ‘আমি তোমাকে মিস করি রোকুজ্জো, আমি ওদেরকে (সন্তানদের) মিস করি।’
মেসির সেই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার স্ত্রী রুকুজ্জু। মেসিকে দ্রুত বাড়িতে ফেরার কথা জানিয়ে লিখেছেন, ‘হয়েছে, এখন বাড়িতে আসো। আমরা তোমাকে মিস করছি।’
জাতীয় দলের জার্সিতে এমন বিধ্বংসী মেসিকে আগে কখনো দেখা যায়নি। ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিকের দিনে ৭৬ মিনিটের মধ্যেই ৫টি গোল করেন মেসি। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন। ৪৫তম মিনিটে দ্বিতীয়বার বল জালে পাঠান তিনি। বিরতি থেকে ফিরেই পূর্ণ করেন হ্যাটট্রিক। ৪৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করার পর ৭১ ও ৭৬ মিনিটে করেন আরও ২ গোল। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি গোল করলেন আর্জেন্টিনা দলের অধিনায়ক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews