উত্তরায় দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর উত্তরায় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় একজন নারী ও একজন পুরুষকে কুপিয়ে আহত করা হয়েছে। কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় চলছে। হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক সন্ত্রাসী এক নারী ও পুরুষকে রামদা দিয়ে কোপাচ্ছে।
তখন তারা দুজন চিৎকার করছিলেন। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে।
পুলিশের তথ্য মতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়।
এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।