মাহমুদুল জয়ের অভিষেক, ফিরলেন সাকিব-খালেদ
ঢাকা টেস্টে নিজেদের একাদশে তিন পরিবর্তন আনলো বাংলাদেশ দল

প্রথম নিউজ, ডেস্ক : ঢাকা টেস্টে নিজেদের একাদশে তিন পরিবর্তন আনলো বাংলাদেশ দল। যেখানে অভিষেক হয়েছে তরুণ টপঅর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। তিনি খেলবেন সাদমান ইসলামের উদ্বোধনী সঙ্গী হিসেবে।
জয়ের অভিষেক ছাড়াও দলে ফিরেছেন সাকিব আল হাসান ও সৈয়দ খালেদ আহমেদ। এ তিনজনকে জায়গা করে দিতে বাইরে রাখা হয়েছে আগের ম্যাচ খেলা সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি ও আবু জায়েদ রাহিকে।
অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রথম ম্যাচ জিতে সিরিজে সুবিধাজনক অবস্থানেই রয়েছে সফরকারীরা।
অভিষিক্ত মাহমুদুল হাসান জয় সবশেষ জাতীয় লিগে ছিলেন দারুণ ফর্মে। দলে ডাক পাওয়ার আগে দুই সেঞ্চুরির সঙ্গে দুইটি ফিফটিও হাঁকান তিনি। এর পুরস্কার হিসেবেই পেয়ে গেলেন টেস্ট ক্যাপ।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নৌমান আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, সাজিদ খান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: