সাকিবের রেকর্ড ভাঙলেন মুস্তাফিজ

প্রথম নিউজ, অনলাইন: আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড গড়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার (২৪ মে) রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। এখন সাকিব আল হাসানের আগের রেকর্ড (৬৩ উইকেট) ছাড়িয়ে গেছেন।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে চার ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের উইকেট সংখ্যা দাঁড়াল ৬০ ইনিংসে ৬৫টি।
ম্যাচ শুরুর সময় মুস্তাফিজুর রহমানের আইপিএল উইকেট সংখ্যা ছিল ৬২। প্রথম ওভারেই পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্যকে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ বানিয়ে শাকিব আল হাসানের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। এরপর ১৬তম ওভারে শশাঙ্ক সিংকেও স্টাবসের ক্যাচে ফেরান, ফলে এককভাবে রেকর্ড নিজের করে নেন।
শেষ ওভারে মার্কো ইয়ানসেনের উইকেট তুলে নিয়ে রেকর্ডকে আরও দৃঢ় করেন মুস্তাফিজ।
মার্কাস স্টইনিসকে আউট করার একটি সুযোগ হাতছাড়া না হলে চার উইকেটও হতে পারত মুস্তাফিজের ঝুলিতে।
দ্রুত রান তোলা ম্যাচে পাঞ্জাব কিংস ২০৬ রান সংগ্রহ করলেও, দিল্লি ক্যাপিটালস জবাবে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায়।
এই ম্যাচ ছিল আইপিএলের চলতি মৌসুমে মুস্তাফিজের তৃতীয় এবং শেষ ম্যাচ।
তিনি মোট ৪ উইকেট নিয়ে আইপিএল মিশন শেষ করেন। এখন তিনি পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের জাতীয় দলে যোগ দেবেন।