বাফুফেকে ডোবাচ্ছে অখ্যাত ‘টিকিফাই’

প্রথম নিউজ, খেলা ডেস্ক: বাংলাদেশের ফুটবলে নিত্য নতুন পার্টনারের খোঁজ মিলছে নতুন নেতৃত্ব আসার পর থেকে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, রবির মত নামীদামী স্পন্সর যেমন পাচ্ছে তারা, ফাঁকে ফোকরে ঢুকে যাচ্ছে অনামী প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। সেটাই এখন গলার কাটা হয়ে যাচ্ছে বাফুফের জন্য। আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। আর দশটা আন্তর্জাতিক হোম ম্যাচের মত নয় এই ম্যাচটা। প্রথমত বাংলাদেশ দলের হয়ে এই ম্যাচে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীসহ তিন প্রবাসীর। কানাডা জাতীয় দলে খেলা শামিত সোম ও ইতালি চতুর্থ বিভাগে খেলা ফাহমেদুল ইসলামকেও দেখা যাবে এই ম্যাচে। দ্বিতীয়ত দীর্ঘ চার বছর পর ফুটবল ফিরতে যাচ্ছে নিজ ঠিকানায়।
সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে প্রথম কোন প্রতিযোগিতামূলক ম্যাচ হতে যাচ্ছে এটি। তাই মানুষের মধ্যে এই ম্যাচ মাঠে দেখার আগ্রহ আকাশ ছুঁয়েছে। আর এই ম্যাচের টিকিট অখ্যাত এক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তাতেই ঘটেছে বিপত্তি। শনিবার বেলা ১২টা থেকে টিকিফাই-এর ওয়েবসাইটে টিকিট বিক্রির কথা ছিল। পরে বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানায় শনিবার রাত ৮টা থেকে শুরু হবে বিক্রি।
অথচ রাত ৮টার পর খুব বেশি সংখ্যক মানুষ সফিলভাবে পারেননি টিকিট কিনতে। ওয়েবসাইট বেশিরভাগ সময় ডাউন থাকতে দেখা গেছে। তাই বাধ্য হয়ে রাতে ফের বিজ্ঞপ্তি দেয় বাফুফে। তাদের দাবি, সাইবার হ্যাকিংয়ের শিকার হওয়ার মানুষ নির্বিঘ্নে টিকিট কিনতে পারছে না। বাফুফে এই জটিলতা দ্রুত দূর করার চেষ্টার কথা জানায় এবং টিকিট বিক্রি আপাতত স্থগিত করে৷ তভে রবিবার বেলা ১২টায়ও টিকিফাই থেকে টিকিট কেনা সম্ভব হয়নি।
অথচ বিস্ময়কর হলো ওয়েবসাইটে বেশ কিছু ক্যাটাগরির টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। তাতেই ফুটবলপ্রেমীদের মাঝে টিকিট পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাফুফের অদূরদর্শীতার আরেকটা উদাহরণ হলো টিকিট বিক্রির জন্য ওই একটা প্রতিষ্ঠানকেই বেছে নেওয়া। অথচ অতীতে আন্তর্জাতিক একাধিক ম্যাচের টিকিট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিক্রি করেছে খোদ বাফুফেই। আবার বিভিন্ন বুথের মাধ্যমেও বিক্রি হয়েছে টিকিট।
টিকিফাইয়ের ব্যর্থতা ঢাকতে তাদের ঢাল হয়ে কথা বলছেন বাফুফে কর্তারাও। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ আকাশচুম্বি হওয়া এবং একই সময়ে অসংখ্য টিকিট প্রার্থীর টিকিট পেতে চেষ্টা করাতেই কারিগরি জটিলতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন। এদিকে টিকিট প্রত্যাশীদের চাপ বাফুফে ও ফুটবল সংস্লিষ্ঠদের ওপর ক্রমশ বাড়া থেকেই বোঝা যাচ্ছে হামজা, শামিত, রাকিব, মিতুলদের খেলা দেখতে কতটা মুখিয়ে আছে সাধারণ মানুষ।