ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুরু বাংলাদেশের
ব্যাংককে চলমান এশিয়ান গেমস কোয়ালিফাইং হকি প্রতিযোগিতার প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : ব্যাংককে চলমান এশিয়ান গেমস কোয়ালিফাইং হকি প্রতিযোগিতার প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে।
ম্যাচের দশম মিনিটে সরোয়ার হোসেন ফিল্ড গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মিমো।
তৃতীয় কোয়ার্টারের ৯ মিনিটে ইন্দোনেশিয়া গোল করে ব্যবধান ২-১ করে। তবে ১০ মিনিটে আরেকটি গোল তুলে নেয় বাংলাদেশ। ফিল্ড গোলে দলের সহজ জয় নিশ্চিত করেন রাব্বি।
দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক রেজাউল করিম বাবু।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews