গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বাঁচলেন সৌরভ গাঙ্গুলী

গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বাঁচলেন সৌরভ গাঙ্গুলী

প্রথম নিউজ, অনলাইন:   ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বর্ধমানে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের রেঞ্জ রোভার গাড়ি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

দুর্ঘটনার সময় সৌরভ তার গাড়িতে বসে ছিলেন। এ সময় একটি লরি হঠাৎ তার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে ড্রাইভার ব্রেক কষে করেন। এতে সৌরভের গাড়ির পেছনে থাকা অন্যান্য গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় কোনো আঘাত বা প্রাণহানি ঘটেনি।
বলা হচ্ছে, সৌরভের গাড়ির গতি তেমন বেশি ছিল না এবং ড্রাইভারের তৎক্ষণাৎ পদক্ষেপ দুর্ঘটনাটিকে বড় বিপদে পরিণত হতে বাধা দেয়। সৌরভকে ১০ মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, এরপর তিনি বর্ধমানে তার নির্ধারিত অনুষ্ঠানে যেতে পারেন।

উল্লেখ্য, সৌরভের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল। সেখানে তিনি শিক্ষার্থী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং তার বিখ্যাত ক্যারিয়ারের কিছু স্মৃতি শেয়ার করেন।