প্রিমিয়ার লিগের কোনো ম্যাচই সহজ না
মৌসুমের শুরুটা একেবারেই ভালো যায়নি হ্যারি কেইনে
প্রথম নিউজ, ডেস্ক : মৌসুমের শুরুটা একেবারেই ভালো যায়নি হ্যারি কেইনের। সময়ের সঙ্গে নিজেকে খুঁজে পাচ্ছেন তিনি। সোমবার রাতে এভারটনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে তার ক্লাব টটেনহ্যাম। এই ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন।
তাতে প্রিমিয়ার লিগের গোলদাতার তালিকায় সেরা ছয়ে উঠে এসেছেন তিনি। ১৭৬ গোল করে ছাড়িয়ে গেছেন আর্সেনালের কিংবদন্তি থিয়েরো অঁরিকে। শেষ ১২ ম্যাচে ১১ গোল করেছেন হ্যারি কেইন। এই রেকর্ড গড়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি।
২৮ বছর বয়সী তারকা বলেছেন, ‘প্রিমিয়ার লিগের কোনো ম্যাচই সহজ নয়। আমরা যেভাবে সব সেট আপ করেছি কৃতিত্ব সেটার আর কীভাবে আমরা তাদের আঘাত করতে পেরেছি। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সোমবারের রাত।’
‘সবকিছুই সুযোগ পাওয়ার ব্যাপার। আমি সবসময় আত্মবিশ্বাসী ছিলাম লক্ষ্যে হিট করতে পারবো। আমি সবসময় চেষ্টা করি বলটা নিচু রাখতে। কঠোর পরিশ্রম ও অনুশীলন, এখানে লুকানো কিছু নেই। ’
নিজের খেলার বদলের কথা জানিয়ে হ্যারি কেইন বলেছেন, ‘গত কয়েক বছর ধরে আমার খেলায় বদল এসেছে। আমি যুব দলে নম্বর টেন হিসেবে খেলেছি। কিন্তু ম্যানেজার ও দল বদলে যাওয়ার সঙ্গে আপনার মানিয়ে নিতে হবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews