বিজিবির জালে ধরা টেকনাফের অপহরণ চক্রের মূলহোতা তালেব
![বিজিবির জালে ধরা টেকনাফের অপহরণ চক্রের মূলহোতা তালেব](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67aac3845714d.jpg)
প্রথম নিউজ, অনলাইন: টেকনাফের কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা আবু তালেবকে আটক করেছে বিজিবি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
আটক আবু তালেব (৩৫) নয়াপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।
জানা যায়, অপহরণকারী দলের মূলহোতা মো. আবু তালেব দীর্ঘদিন ধরে এলাকায় তার চক্রান্তের জাল বিস্তার করে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
তারই ধারাবাহিকতায় তালেবের নেতৃত্বে ৯ ফেব্রুয়ারি মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে ৫ জন স্থানীয় লোককে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে টেকনাফের পল্লানপাড়া গহীন পাহাড়ি এলাকায় তার সহযোগীদের হাতে তুলে দেয়। এ সময় তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তালেব ও তার দলবল।
অপহৃত ৫ জনের মধ্যে মো. জাবের (২৮) নামের এক ব্যক্তি অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে আসতে সক্ষম হয়।
জাবের আলীর ভাষ্যমতে, তাকে কাজের জন্য বাড়ি থেকে বের করে আবু তালেব ও তার সহযোগীরা। পরে গহীন পাহাড়ে নিয়ে নির্মম নির্যাতনের মুখে ফেলে মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় অপহৃত ভুক্তভোগীদের পরিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সাবরাং বিওপিতে এসে অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে সাবরাং বিওপির কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা নয়াপাড়া এলাকায় অভিযান চালায়।
বিজিবি টহলদল স্থানীয়দের সহায়তায় অপহরণকারী তালেবকে আটক করে। এরপর তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় অপহৃত ব্যক্তিদের অভিভাবকদের পক্ষ থেকে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।