ম্যাটস শিক্ষার্থীদের দাবি ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে

ম্যাটস শিক্ষার্থীদের দাবি ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে

প্রথম নিউজ, অনলাইন: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের প্রথম অর্থাৎ শূন্যপদ নিয়োগ সম্পর্কিত দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতির সমাধানে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের মধ্যে মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার (৯ ফেব্রুয়ারি) এক সভা অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক এবং স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আলোচনায় উভয়পক্ষ ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’র উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে বিশদ আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন। দাবিগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক এবং স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে অবহিত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের প্রথম দাবি অর্থাৎ শূন্যপদ পূরণ সম্পর্কিত দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয়েছে, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।