যমুনার পথে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি
প্রথম নিউজ, ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে যমুনার পথে রওনা হয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি। আজ সোমবার দুপুর ১২ টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর সামনের সড়কে অবস্থান কর্মসূচী থেকে রমনা জোন পুলিশের সমোঝতায় তারা প্রধান উপদেষ্টার বাস ভবনের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধির মধ্যে রয়েছেন, আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মির রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাঈন উদ্দীন।
এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, 'আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর থেকে বার বার চেষ্টা করেও উপদেষ্টার দেখা পাইনি।
আমাদের বার বার দেখার করার আশ্বাস দেওয়া হয়েছে। আজ আমরা যখন তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য সকালে তাঁর বাসভবনের উদ্দেশে রওনা হই তখন পুলিশ-প্রশাসন ইন্টারকন্টিনেন্টালের সামনে আমাদেরকে আটকিয়ে দেয়। সে সময় তাঁরা আমাদের আশ্বাস দেয় ১২ টার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন। তারা তাদের আশ্বাস রেখেছেন।
আমরা এখন ৬ জন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি।'