আ. লীগ নয়, জামায়াতের সঙ্গে যুক্ত হিন্দু নেতা পরিমল
![আ. লীগ নয়, জামায়াতের সঙ্গে যুক্ত হিন্দু নেতা পরিমল](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67ab25c254606.jpg)
প্রথম নিউজ, কক্সবাজার: দীর্ঘ প্রায় ১৬ বছর পর গত শনিবার কক্সবাজারে কর্মী সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সম্মেলনে বক্তব্য দেন পরিমল কান্তি শীল নামে একজন। কিন্তু নামের মিলের কারণে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যক্তিকে আওয়ামী লীগের নেতা হিসেবে দাবি করে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে করেছে জামায়াতে ইসলামী।
পরিমল কান্তি শীল কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি একজন গ্রাম্য চিকিৎসক। আর বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে জামায়াতের সম্মেলনে বক্তব্য দেওয়া ব্যক্তির নাম পরিমল কান্তি দে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
মঙ্গলবার শহরের এক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিমল কান্তি শীল নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি কখনোই আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি সাধারণ একজন গ্রাম্য ডাক্তার। হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হওয়ার পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করেছি, আমারও একটি রাজনৈতিক পরিচয় থাকা দরকার। তাই আমি জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছি। কারণ, তারা মাদক সেবন করে না, নিয়মিত নামাজ পড়ে, ভালো মানুষ। আমার নেতা (এ এইচ এম হামিদুর রহমান আযাদ) আমাকে যেভাবে চেয়েছেন, সেভাবেই আমি তাদের রাজনীতিতে যুক্ত হয়েছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু গণমাধ্যম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে। নামে মিল থাকলেই কি দুজন মানুষের রাজনৈতিক বিশ্বাস ও চরিত্র এক হবে। গণমাধ্যম জাতির দর্পণ। তাদের উচিত সত্য তথ্য উপস্থাপন করা।’