৩ মে “ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম” দিবস পালন করবে বিএনপি

এছাড়াও যথাযোগ্য মর্যাদার সঙ্গে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

৩ মে “ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম” দিবস পালন করবে বিএনপি

প্রথম নিউজ, ঢাকা: ৩ মে “ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম” দিবস পালন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শনিবার দুপুৃরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে  এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। 

এছাড়াও যথাযোগ্য মর্যাদার সঙ্গে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

মার্কিন রিপোর্টে  মানবাধিকার লংঘন, বিচার ব্যবস্থায় সরকারী হস্তক্ষেপ, ২০১৮ এর নির্বাচনে প্রহসন, গুম, খুন, নির্যাতন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেছে বিএনপি।  

গত ১৫ এপ্রিল  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য  ড. খন্দকার মোশাররফ হোসেন,  ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান,ইকবাল হাসান মাহমুদ টুকু। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom