২০ রমজা‌নের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে এই দাবি জানানো হয়। 

২০ রমজা‌নের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি

প্রথম নিউজ, ঢাকা: অর্ধেক নয়, ২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের এপ্রিল মাসের পুরো বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে এই দাবি জানানো হয়। 

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সভাপ্রধান তাসলিমা আকতার বলেন, সরকার ও গার্মেন্টস মালিকেরা একযোগে শ্রমিকদের ওপর চড়াও হয়েছে। এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। মালিকেরা রেকর্ডসংখ্যক অর্ডার পাচ্ছেন, কিন্তু শ্রমিকদের পেটে ভাত নাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে৷ 

পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এবং এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। গত ১১ এপ্রিল সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই নির্দেশনা দেন। 
শ্রমিকদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে বলে মানববন্ধনে অভিযোগ করেন তাসলিমা আকতার।তিনি বলেন, বেতন-বোনাস শ্রমিকের অধিকার। ২০ রমজানের আগে এপ্রিল মাসের পুরো বেতন ও ঈদ বোনাস দিতে হবে৷ 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ। মানববন্ধন শেষে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়৷

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom