মাহবুব তালুকদারের বক্তব্য তথ্যভিত্তিক নয় : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম
কমিশনার মাহবুব তালুকদারের দেয়া বক্তব্য তথ্যভিত্তিক নয় বলে দাবি করেছেন তার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

প্রথম নিউজ, ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের দেয়া বক্তব্য তথ্যভিত্তিক নয় বলে দাবি করেছেন তার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। অতীতের উদাহরণ ও পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেছেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে সেখানে ইসির কিছু করার থাকে না। ইসি কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করেছেন বলেই সরকারদলীয় প্রার্থীর বাইরে অনেকেই নির্বাচনে জয় পেয়েছেন। গতকাল মাহবুব তালুকদার গণমাধ্যমকে বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ যতই ফুরিয়ে আসছে, ‘নির্বাচন ব্যবস্থা ও অবস্থা দেখে তিনি ততই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তার মতে, নির্বাচন এখন আইসিইউতে। এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে।’ মাহবুব তালুকদারের এমন বক্তব্য কতটুকু বাস্তব- তা জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, মাহবুব তালুকদারের বক্তব্য তথ্যভিত্তিক মনে হয় না। তিনি যে প্রেক্ষাপটে বক্তব্য রেখেছেন তার কোনো ভিত্তি নেই। মাহবুব তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার বিষয়ে প্রশ্ন রেখেছেন।
রফিকুল ইসলাম উল্টো প্রশ্ন রাখেন, বাংলাদেশের ইতিহাসে এমন একটা স্থানীয় নির্বাচন দেখান যেখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থীও নির্বাচিত হননি। যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তবে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি উপস্থাপন করে রফিকুল ইসলাম বলেন, বর্তমানে প্রার্থীদের নির্বাচন করতে হলে বহু রকম প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়। অনেক অর্থ খরচের বিষয়ও থাকে। এখন প্রার্থী হওয়ার আগে অনেকেই চিন্তা করে জিততে না পারলে অযথা কেন এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করবে। তখন তারা নির্বাচন থেকে সরে যায় এবং প্রতিপক্ষ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই নির্বাচনে প্রায় ৭টা রাজনৈতিক দল থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তাদের মহাসচিব বলেছেন, কেউ যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাহলে সে করতে পারে। এই নির্বাচনে দেখা গেছে, বেশ কয়েকজন বিএনপি’র চিহ্নিত নেতা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন এবং জয়ও পেয়েছেন। এ ছাড়া ৮৩৪টি ইউপির মধ্যে প্রায় ৪ শতাধিক ইউপিতে সরকারদলীয় প্রার্থীর বাইরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। মাহবুব তালুকদারের বক্তব্য সঠিক হয়ে থাকে তবে সরকারদলীয় প্রার্থীর বাইরে এত প্রার্থী কীভাবে জয়লাভ করে? সুতরাং রিটার্নিং অফিসারদের কাজের স্বাধীনতা নিয়ে মাহবুব তালুকদার যে বক্তব্য দিয়েছেন তাও সঠিক নয়। নির্বাচন কমিশন নিয়ে মাহবুব তালুকদারের শব্দ চয়ন নিয়েও আপত্তি রয়েছে বলে জানান রফিকুল ইসলাম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: