হঠাৎ অসুস্থ পরীমণি

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জবানবন্দি দিতে আদালতে হাজির হন চিত্রনায়িকা পরীমণি। পরীমণি হঠাৎ অসুস্থ বোধ করায় জেরার তারিখ পিছিয়েছে। তারিখ পরে জানানো হবে আদালত থেকে। পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন। এ মামলার আসামির পক্ষের আইনজীবী আজ মামলা সম্পর্কিত কিছু তথ্য পেতে জেরা করবেন চিত্রনায়িকাকে। তাই জবানবন্দি দিতে সকাল সকালই মহানগর দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ উপস্থিত হন পরীমণি।
কিন্তু অন্যান্য মামলার ব্যস্ততার কারণে পরীকে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নেয়ার সিদ্ধান্ত নেন আদালত। আদালতের এমন সিদ্ধান্তকে পরী সম্মান জানিয়ে বলেন, বিকেল ৩টায় আবারও হাজির হবো আদালতে। এ মামলার আসামিদের দ্রুত সুষ্ঠু বিচারের প্রত্যাশা করি। আমি চাই, খুব দ্রুত আসামিদের প্রাপ্য শাস্তি দেয়া হোক।’ এরপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাই জেরার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। ২০২১ সালে বোট ক্লাবে পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।