ইমরোজ শাওনের নির্মাণে আসছে ‘আশিকি’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আশিকি’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। নাটকের গল্পে দেখা যাবে, আশিক একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার স্বপ্ন পূরণে শহরে এসে কলেজে ভর্তি হয়। ভালো গান করেন, স্বপ্ন দেখেন বড় গায়ক হওয়ার। অন্যদিকে একই কলেজের ছাত্রী জেস ধনীর দুলালী, যার কলেজজুড়ে প্রভাব রয়েছে। আশিক চরিত্রে অভিনয় করেছেন জোভান এবং জেস চরিত্রে দেখা যাবে নীহাকে।