ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

প্রথম নিউজ, অনলাইন ডেস্কঈদ ঘিরে সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য বাড়ে। অজ্ঞানপার্টি, মলমপার্টিসহ বিভিন্ন নামে পরিচিত এসব চক্র। সুযোগ পেলেই তারা ছিনিয়ে নেয় সর্বস্ব। এ ছাড়াও ঘটে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, অপহরণের ঘটনা। রয়েছে জাল নোট ছড়ানোর তৎপরতা। তাছাড়া অনলাইনে পশুর হাটসহ বিভিন্ন পণ্য কেনাকাটায় রয়েছে প্রতারণা। রাস্তাঘাট, যানবাহনসহ বিভিন্নস্থানে নানাবিধ ছদ্মবেশি প্রতারক চক্রের খপ্পরে পড়েন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহাকে ঘিরে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম ছিনতাই, মলমপার্টি, জাল টাকা, অজ্ঞানপার্টিসহ বিভিন্ন ধরনের প্রতারক এই সময়ে সক্রিয় হয়ে ওঠে। কোরবানির পশুর হাটকে তারা টার্গেট করে বেশি। পশুরহাটে সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম, টাকা গণনা ও জাল নোট চিহ্নিত মেশিন স্থাপন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার স্থাপন হবে। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে সব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন অপরাধ ঠেকাতে বাস, লঞ্চ, রেলস্টেশন কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হবে। বাড়ানো হবে টহল কার্যক্রম। নানাবিধ অপরাধ ঠেকাতে গঠন করা হবে মনিটরিং টিম। বাড়ানো হবে গোয়েন্দা নজরদারিও।

সংশ্লিষ্ট সূত্র মতে, অপরাধীরা একেক সময় একেক এলাকায় অবস্থান করে অপরাধের ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান পরিবর্তন করে। চক্রগুলো কোরবানির পশুর হাটে পাইকারি বিক্রেতাদের টার্গেট নিয়ে মাঠে নামে। এ ছাড়া ব্যস্ত শহর ছেড়ে বিভিন্ন জেলায় বাড়ি ফেরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের টার্গেট করে অজ্ঞান ও মলমপার্টির সদস্যরা বিভক্ত হয়ে কাজ করে। যাত্রীবেশে গাড়িতে উঠে টার্গেট ব্যক্তিকে অজ্ঞান করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। এ ছাড়া গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ে অপরাধীদের তৎপরতা।