ব্যয় কমাতে ৩০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ভলভো’র

ব্যয় কমাতে ৩০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ভলভো’র

প্রথম নিউজ, অনলাইন ডেস্কপ্রতিষ্ঠানের ব্যয় কমানোর লক্ষ্যে প্রায় ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সুইডেন-ভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো কারস। প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে, সুইডেনের অফিসগুলোর কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে তারা। এর মাধ্যমে প্রায় ১৫ শতাংশ কর্মী তাদের চাকরি হারাবে। এছাড়া বিনিয়োগেও বেশ রদবদল করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গত মাসে নিজেদের ব্যবসায় ১৮ বিলিয়ন সুইডিশ ক্রোনার ‘কর্মপরিকল্পনা’ পরিবর্তনের কথা জানিয়েছে চীনা গ্রুপ গিলি হোল্ডিংয়ের মালিকানাধীন সুইডেন-ভিত্তিক ওই প্রতিষ্ঠান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বৈশ্বিক মোটর শিল্প। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে ইউরোপে গাড়ির বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া গাড়ি বিক্রিও আগের তুলনায় হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। 

ভলভোর নির্বাহী পরিচালক হাকান স্যামুয়েলসন যুক্তি দিয়েছেন, বৈশ্বিকভাবে মোটর শিল্পে যে চাপ তৈরি হয়েছে তা সামাল দিতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছেন তারা। তিনি বলেছেন, যদিও এমন পরিকল্পনা ঘোষণা করা আমাদের জন্য বেশ কঠিন, তবে প্রতিষ্ঠানকে শক্তিশালী রাখতে আমাদের এমন পরিকল্পনাই নিতে হচ্ছে। চলতি মাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে এপ্রিলের তুলনায় গাড়ি বিক্রি অনেকটাই কমে গেছে। যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ কম। সুইডেনের গটেনবার্গে ভলভোর দুটি বড় কারখানা রয়েছে। এদুটি কারখানাতেই যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সুইডেন ও চীনা বাজারের জন্য বেশির ভাগ গাড়ি তৈরি করা হয়। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা জায়ান্ট ফোর্ডের কাছ থেকে প্রতিষ্ঠানটি কিনে নেয় চীনের গিলি গ্রুপ। ২০২১ সালে তারা জানিয়েছিল, ২০৩০ সাল নাগাদ পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে তারা। তবে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারের অবস্থা বিবেচনা করে আপাতত সেই পরিকল্পনা বাদ দিয়েছে ভলভো।