সিলেটে অবরোধে বিক্ষোভ সড়কে গাছ ফেলে আগুন

এদিকে বিকালে নগর বিএনপি’র নেতারা শাহী ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সিলেটে অবরোধে বিক্ষোভ সড়কে গাছ ফেলে আগুন

প্রথম নিউজ, সিলেট: অবরোধে সিলেটের রাজপথে বিক্ষোভ, সড়কে গাছ ফেলে আগুন দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় অবরোধস্থল এলাকায় যানবাহন চলাচল কম ছিল। এদিকে বিকালে নগর বিএনপি’র নেতারা শাহী ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় তারা ঘোষণা দিয়েছে জনগণের মতামত উপেক্ষা করে তফসিল ঘোষণা করা হলে দুর্বার আন্দোলন শুরু হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, গতকাল অবরোধের প্রথম সকালেই সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ অংশে অবস্থান নেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের  নেতাকর্মীরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। তাদের অবস্থানের কারণে ওই এলাকার যানবাহন চলাচল কমে আসে। 

একপর্যায়ে নেতারা গাছ ফেলে রাস্তায় আগুন দেয়। পরে ওই এলাকায় পুলিশ পরিদর্শনে গেলে তারা চলে যায়। সকাল ৭টার দিকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের এয়ারপোর্ট অংশে অবস্থান নেন। একইসময় আরেকটি অংশ সুনামগঞ্জ বাইপাস সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হলেও যানবাহন ভাঙচুর করা হয়নি। পুলিশ আসার আগেই ওই এলাকা থেকে তারা চলে যায়। বেলা একটার দিকে বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীরা নগরের মীরবক্সটুলা থেকে বিক্ষোভ বের করে। 

এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এলে নেতাকর্মীরা চলে যায়। বেলা দুই টার দিকে সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা নগরের উচা সড়ক এলাকায় বিক্ষোভ করে। এ সময় তারা সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা করে। বেলা আড়াইটার দিকে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র নেতা রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে নগর বিএনপি’র নেতারা শাহী ঈদগাহ এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে সমাবেশ করে। এ সময় নগর বিএনপি’র নেতারা জানিয়েছেন- সরকার জোরপূর্বক একতরফা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে যাচ্ছে। আর সেটি হলে দেশের মানুষ মানবে না। জনগণের দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা করলে সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিলেটে উত্তাপ-উত্তেজনা বিরাজ করে। এ কারণে নগরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। টহলে ছিল র‌্যাবও। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করে উদ্বেগ-উৎকণ্ঠা। 

মহানগর বিএনপি’র মিছিল: সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাকশালী সরকার আবারো একতরফা পাতানো নির্বাচনের পথে হাঁটছে। তাদের দলীয় কথিত নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণার ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বুধবার দুপুরে বিএনপি’র কেন্দ্র আহূত ৫ম ধাপের টানা ৪৮ ঘণ্টা অবরোধের ১ম দিনে নগরীর শাহী ঈদগাহ এলাকায় সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে উপরোক্ত কথা বলেন। মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা নাদির খান, শেখ কবির আহমদ, শুয়াইব আহমদ শুয়েব, রহিম মল্লিক, মিজানুর রহমান মিজান, লুৎফুর রহমান মোহন, খায়ের আহমদ খায়ের, সবুর আহমদ, খছরুজ্জামান খসরু, আব্দুল ওয়াহিদ সুহেল, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুল মান্নান, সুলেমান আহমদ সুমন, শেখ মুহাম্মদ ইলিয়াস, আজিজুল হোসেন আজিজ, যুবদল নেতা লিটন আহমদ, বিএনপি নেতা সালেক আহমদ, আব্দুল মুনিম, ফরহাদ আহমদ, শহিদুল ইসলাম কাদির, ইফতেখার আহমদ পাবেল, অজি মোহাম্মদ কায়সার, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, বিএনপি নেতা মোস্তাক আহমদ, এনামুল আজিজ মুন্না, ছাত্রদল নেতা ইবনে জাহান তানভীর, আফজল হোসেন ও জাবেদ আহমদ প্রমুখ। 

জামায়াতের সড়ক অবরোধ-মিছিল: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া একতরফা নির্বাচনের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবে না। বুধবার জামায়াত আহূত ৫ম ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধের ১ম দিনে নগরীর সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিলপূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদ ও সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, মহানগর ছাত্রশিবির নেতা জাকির ইবনে মানিক বক্ত প্রমুখ। এ ছাড়াও বুধবারও দিনভর সিলেট নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়।