‘সরকার এখনই সংলাপে বসার কথা বলছে’
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
প্রথম নিউজ, অনলাইন: ‘পুরোদমে আন্দোলন শুরু হয়নি, এখনই সরকার সংলাপে বসার জন্য কথা বলছে। এতেই বোঝা যায় সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে এবং বিদেশে ঘৃণিত সরকার হিসেবে পরিচয় লাভ করেছে।’ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘সরকার যদি সংলাপে বসতে চায়, তাহলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হোক। প্রস্তাব দিলে আমরা সংলাপের এজেন্ডা কী হবে- তা নিয়ে কথা বলব।’ ‘বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে এই সমাবেশ করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক দল থেকে স্বৈরাচারী ও সন্ত্রাসী দলে পৌঁছে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যা খুশি তাই করছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রীদের বিবস্ত্র করছে। সরকার সারা দেশটিকে বিবস্ত্র করে ফেলেছে। এভাবে দেশ চলতে পারে না। যত তাড়াতাড়ি সরকারের পতন হবে, ততই দেশ ও জাতি রক্ষা পাবে।’ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। তারা বিদেশি প্রভুদের খুশি করছে।’
তিনি বলেন, ‘মানুষের জীবনে আপনারা (সরকার) যে নাভিশ্বাস তুলেছে, যেভাবে লুটপাট করে দেশকে ফোকলা বানিয়ে দিয়েছে, এটি মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছে।লুটপাটের জমিদারি রক্ষার জন্য আপনারা ক্ষমতা আকড়ে রাখতে চান। কাজেই এবার আর দমন-পীড়ন ও বিদেশিদের খুশি করে আপনারা রেহাই পাবেন না। জনগণ আপনাদের রেহাই দেবে না। মানুষ রাজপথ দখল নিয়ে আপনাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে টেনে নামাবে। সেই লড়াইয়ের প্রস্তুতি চলছে।’
জাসদের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন বলেন, ‘দেশের মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।’ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বর্তমান সরকারকে ‘রাষ্ট্রদ্রোহী সরকার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘সরকার জনস্বার্থের দিকে না তাকিয়ে ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের খুশি করছে।’ সমাবেশ থেকে ‘বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে আগামী ১১ মার্চ বিভাগীয় শহরসহ ঢাকায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: