বিএনপি নেতা নীরবকে তুলে নেওয়ার অভিযোগ
শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়।
প্রথম নিউজ, অনলাইন: যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে পুলিশ তুলে নিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। বিএনপির পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় নীরবকে তুলে নিয়ে যায় পুলিশ। বিকেল সোয়া ৩টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাকে নেওয়া হয় বলে জানিয়েছেন যুবদল নেতা আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নীরব ভাইকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে এভাবে আটকের নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে নীরবকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে তেজগাঁও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: