সোনার বাংলায় আজ গণতন্ত্র নেই, নেই বাকস্বাধীনতা: আফরোজা খান রিতা
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহসিকতার সহিত ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই স্বাধীনতাকামী মানুষ ও মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়ে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।
প্রথম নিউজ, মানিকগঞ্জ: বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহসিকতার সহিত ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই স্বাধীনতাকামী মানুষ ও মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়ে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ নয় মাস রক্তাক্ত সংগ্রামের মধ্যদিয়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা। মহান স্বাধীনতা দিবসে জেলা শহরে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় শহীদ বেদিতে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। আফরোজা খান রিতা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলায় আজ গণতন্ত্র নেই, নেই বাকস্বাধীনতা। ভোটের অধিকার হরণ করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছে। শহীদ স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে আজকে দুঃখ হয়, মহান মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন তারই সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে বন্দি করে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে। আফরোজা খান রিতা আরও বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমাদের সংগ্রাম চলছে।
ভোটারবিহীন এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে হটিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না। জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, বশির উদ্দিন আহমেদ ঠাণ্ডু, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাদল, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদুসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বেলা ১১টায় আফরোজা খান রিতার নেতৃত্বে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে স্বাধীনতা দিবসের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহর প্রদক্ষিণ করে স্মৃতিস্তম্ভের পাদদেশে গিয়ে শেষ হয়। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: