ইফতারের জন্য শরবত ই মোহাব্বত তৈরির রেসিপ

প্রথম নিউজ, ডেস্ক : শরবত ই মোহাব্বত দিল্লির বিখ্যাত পানীয়। এটি গরমের সময়ে প্রাণ ঠান্ডা করতে কাজ করে। রোজায় ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয়। বাড়িতে দুধ ও তরমুজ থাকলেই খুব সহজে তৈরি করতে পারবেন এই শরবত। চলুন তবে জেনে নেওয়া যাক শরবত ই মোহাব্বত তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
তরমুজের রস- আধা কাপ
দুধ- ২ কাপ
সুগার সিরাপ- স্বাদমতো