ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা
গত শনিবার রাত ৯টা ৫১ মিনিটে তারাবির নামাজের পর দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর বালুটিলা ওয়ার্ডের মৃত সাইদুর রহমানের ছেলে।
প্রথম নিউজ, ফটিকছড়ি: ফটিকছড়িতে মাসুদ রহমান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৯টা ৫১ মিনিটে তারাবির নামাজের পর দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর বালুটিলা ওয়ার্ডের মৃত সাইদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, নিহত মাসুদ স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর অনুসারী। স্থানীয় ইউপি নির্বাচনের পর থেকে ইউপি সদস্য ইউছুফ আলী এবং তার প্রতিদ্বন্দ্বী আকতারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতেও মোটরসাইকেল সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। শনিবার রাতে মাসুদ তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দু’পক্ষের মধ্যে আবারো ঝামেলা হয়। একপর্যায়ে আকতারের অনুসারীরা মাসুদকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় জোরারগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পর ইউছুফ আলী মেম্বারের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে আকতারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসেন নিজেদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। তারাবির নামাজ শেষ করে বের হলে কথা কাটাকাটিতে জড়ায় তারা। একপর্যায়ে মাসুদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে মাসুদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী জানায়, এ ঘটনায় নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু ৬ জনকে আসামি করে ভূজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শামীম এবং দেলোয়ার নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: