মামিকে কুপিয়ে হত্যায় ভাগনে গ্রেফতার
নিহত মিনা বেগম (৩০) ওই গ্রামের দিনমজুর ইউনুস আলীর স্ত্রী। সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ভাগনে এমরান মিয়াকে গ্রেফতার করে।
প্রথম নিউজ,হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামে মামিকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ভাগনে। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিনা বেগম (৩০) ওই গ্রামের দিনমজুর ইউনুস আলীর স্ত্রী। সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ভাগনে এমরান মিয়াকে গ্রেফতার করে।
নিহত মিনা বেগমের স্বামী দিনমজুর ইউনুস আলী জানান, চুনারুঘাট উপজেলার লালিয়ারপাড় গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে শুকুর আলী ওরফে এমরান মিয়া তার আপন ভাগনে। সে মাদকাসক্ত। চুরিসহ অসামাজিক কাজে জড়িত থাকায় তাকে তারা এড়িয়ে চলতেন।
ইউনুস আলী ভ্যানে করে বেকারির মালামাল বিভিন্ন দোকানে সরবরাহ করেন। ইতোপূর্বে নেশার টাকা যোগাতে ইউনুস আলীর ৩টি ভ্যান চুরি করে এমরান। দু’দিন আগে সে তাদের বাড়িতে আসে। রোববার রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে হঠাৎ মিনা বেগম বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ছেলে মেয়েরা দৌড়ে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।
তাদের চিৎকারে বাড়ির লোকজন এসে রক্তাক্ত মিনাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নেওয়ার সঙ্গে সঙ্গে মিনা বেগম মারা যান। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজা জানান, মিনাকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোর্শেদ আলম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুকুর আলী ওরফে এমরান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews